--::ভক্তিমূলক সঙ্গীত::--
গুরুদেব জ্ঞান হীন দান করো
গুরুদেব জ্ঞান হীন দান করো, শ্রীচরণে আশ্রয় দান করো | (২)
সত্য শিব নব সুন্দর শান্ত, শাশ্বত পরমানন্দ | (২)
বহু জনমের এই কর্মফলের, আজ মোচন কর ভববন্দ, শাশ্বত পরমানন্দ | (২)
হে ত্রিগুণাতীত সচল বিশ্বনাথ, মর্ত্যেরও অমৃতপ্রদাতা | (২)
সংসারে জর্জর আর্তজনের তুমি, হও প্রভু ভাগ্যবিধাতা (২)
মর্ত্যেরও অমৃতপ্রদাতা |

No comments:
Post a Comment