Saturday, December 29, 2018

বড়ো ময়লা জমেছে মনে (শ্যামা সঙ্গীত) [Boro Moyla Jomeche Mone (Shyama Sangeet)]


--::শ্যামা সঙ্গীত::-- 
 বড়ো ময়লা জমেছে মনে (গায়ক: মান্না দে)

বড়ো ময়লা জমেছে মনে (৪)
সব ঘৃণা ভুলে তোমার আঁচলে (২)
মুছে দাও সযতনে |
সময়ের পথে চলে যেতে যেতে, কত ধুলা লাগে নোংরা জগতের, (২)
ছুঁয়ে ছুঁয়ে ফেলি (২), ধুয়ে ধুয়ে ফেলি, (২)
তবু থাকে জীবনে |
ফেলে দেব কাকে, কাকে দেব রেখে, কত দিন যাবে, ধুলা বালি মেখে, (২)
কর মা করুণা (২), নির্দয়া হয়ো না, (২)
কৃপা কর অভাগা জনে |


Song: Link

Friday, December 28, 2018

আমি তফাৎ বুঝি না (শ্যামা সঙ্গীত) [Aami Tofat Bujhi Na (Shyama Sangeet)]


--::শ্যামা সঙ্গীত::-- 
 আমি তফাৎ বুঝি না (গায়ক: মান্না দে)

আমি তফাৎ বুঝি না... দুজনায় তফাৎ বুঝি না,
আমার জন্মদাত্রী মা-ই আমার ঠাকুর ঘরের মা |

যখন মায়ের কাছে আসি দেখি মায়ের মুখের হাসি, (২)
আমার দুচোখ দেখে দুইটি মা নয়.. দুচোখ দেখে দুইটি মা নয়...
একটি মায়ের একই প্রতিমা |

মা হওয়া নয় মুখের কথা, মাকে দেখে বুঝি, ভালোবাসার শেষ ঠিকানা, মায়ের কাছে খুঁজি (২),
মা কখনো হয় কি দুভাগ, ভিন্ন কি হয় মায়ের সোহাগ, (২)
আমার মানবী মা দেবী মায়ের হৃদয় যে একই করুণা |  


Song: Link

Friday, December 21, 2018

আমি দুচোখ ভরে (শ্যামা সঙ্গীত) [Aami Duchokh Bhore (Shyama Sangeet)]


--::শ্যামা সঙ্গীত::-- 
 আমি দুচোখ ভরে (শ্যামা সঙ্গীত) (গায়ক: মান্না দে)

আমি দুচোখ ভরে ভুবন দেখি মায়ের দেখা পাই না,
আমি হাজার গান তো  গেয়ে শোনাই
 মায়ের গান তো গাই না|
আমি কেতাব খুলে জ্ঞান নিয়ে যাই 
ভালোবাসার চেতনা চাই, (২)
শুধু যাঁর চেতনায় চেতন আমার
চিনতে তাঁকেই  চাই না| (২)
আমি এই পৃথিবীর মাটি নিয়ে
 করি অনেক যত্ন,
ফসল ফলাই ফুলকে ফোটাই
 পাইযে মানিক রত্ন |
শুধু মার প্রতিমার মাটি আমি (২)
 জানি  নাকো কত দামি, (২)
এই  মার মমতার কি ক্ষমতা (২)
বুঝতে আজও চাই না |


Song: Link