Thursday, February 21, 2019

দে মা পাগল করে (শ্যামা সঙ্গীত) [De ma Pagol Kore (Shyama Sangeet)]


 --::শ্যামা সঙ্গীত::-- 
দে মা পাগল করে (গায়ক: পান্নালাল ভট্টাচার্যী)

আমায় দে মা পাগল করে, ব্রহ্মময়ী,
 দে মা পাগল করে |
আমার কাজ নাই মা জ্ঞান বিচারে,
দে মা পাগল করে |

তোমার প্রেমের সুরা,
পানে করো মাতোয়ারা |
ও মা ভক্ত চিত্ত হরা,
ডুবাও প্রেম সাগরে |
দে মা পাগল করে |

তোমার এ পাগলা গারদে,
কেহ হাসে কেহ কাঁদে,
কেহ নাচে আনন্দ করে |
ঈশা মুসা শ্রী চৈতন্য,
প্রেম ভরে অচিতন্য |
হায় কবে হব মা ধর্ম,
মিশে কার ভিতরে?
দে মা পাগল করে |

সর্বেতে পাগলের মেলা, যেমন গুরু তেমনি চেলা, প্রেমের খেলা কে ভুগতে পারে | (২)
 তুমি প্রেমে উল্মাদিনী, ওমা পাগলের শিরোমনি | (২)
প্রেমধনে কারো মা ধনী, কাঙাল প্রেম দাসের,
দে মা পাগল করে |

Monday, February 11, 2019

আমি যদি ভুল করি মা (শ্যামা সঙ্গীত) [Ami Jodi Bhul Kori Maa (Shyama Sangeet)]





--::শ্যামা সঙ্গীত::-- 

আমি যদি ভুল করি মা
শিল্পী: শ্রী পান্নালাল ভট্টাচার্য্য



(আমি যদি ভুল করি মা তুই যেন গো করিসনে ভুল) ২
ফুলের খেলায় ভুলে গিয়ে মা তুলিনি তোর পূজার ফুল
তুই যেন গো করিসনে ভুল
আমি যদি ভুল করি মা...

মিছে কাজে কাটানো যে দিন
মা...
মিছে কাজে কাটানো যে দিন
বুঝিনি তো বেড়ে যাবে ঋণ
আঁধারে করেছি জমা আলোক রথের ওড়া ফুল
আমি যদি ভুল করি মা...

ঘরের বাহির ঘুরে-ঘুরে অবশ হলো যে তনু-মন
মা...
ঘরের বাহির ঘুরে-ঘুরে অবশ হলো যে তনু-মন
মনের ভিতর জুড়ে-জুড়ে বাজে তোর নাম অনুক্ষণ
বাজে নাম অনুক্ষণ...
আমি শিশু তুই যে গো মা...
মা...
আমি শিশু তুই যে গো মা
অপরাধ করে না ক্ষমা
জননী তো ঠেলেনা পায়ে সন্তান যদি হয় বাতুল

(আমি যদি ভুল করি মা তুই যেন গো করিসনে ভুল) ২

Monday, February 4, 2019

কাজ কি মা সামান্য ধনে (শ্যামা সঙ্গীত) [Kaaj ki Maa samanya dhone (Shyama Sangeet)]





--::শ্যামা সঙ্গীত::-- 

কাজ কি মা সামান্য ধনে
শিল্পী: শ্রী পান্নালাল ভট্টাচার্য্য



...
কাজ কি মা সামান্য ধনে
আমার কাজ কি মা সামান্য ধনে
কে কাঁদছে গো তোর ধনবিহনে
কাঁদছে গো তোর ধনবিহনে
কাজ কি মা সামান্য ধনে
আমার কাজ কি মা সামান্য ধনে

(সামান্য ধন দিলে তারা পড়ে রবে ঘরের কোণে)
(যদি দাও মা আমায় অভয়চরণ রাখি হৃদিপাদ্মাসনে) 2
কাজ কি মা সামান্য ধনে
আমার কাজ কি মা সামান্য ধনে

(গুরু আমায় কৃপা করে মা যে ধন দিলে কানে-কানে) 2
এমন (গুরু-আরাধিত মন্ত্র মা তাও হারালাম সাধন-বিনে)
কাজ কি মা সামান্য ধনে
আমার কাজ কি মা সামান্য ধনে

প্রসাদ বলে কৃপা যদি মা হবে তোমার নিজগুণে
প্রসাদ বলে কৃপা যদি মা... গো
প্রসাদ বলে কৃপা যদি মা হবে তোমার নিজগুণে
আমি অন্তিমকালে জয়দুর্গা বলে স্থান পাই যেন ওই চরণে
অন্তিমকালে দুর্গা বলে স্থান পাই যেন ওই চরণে

কাজ কি মা সামান্য ধনে
আমার কাজ কি মা সামান্য ধনে
কে কাঁদছে গো তোর ধনবিহনে
মা কাঁদছে গো তোর ধনবিহনে
কাজ কি মা সামান্য ধনে

আমার কাজ কি মা সামান্য ধনে