তুমি আমার হজের ঠাকুর
তুমি আমার হও ঠাকুর
শিবের বুকে মহাকালী
লক্ষ্মী দূর্গা স্বরস্বতী
গহনকালের মনমালী ||
তুমি আমার জ্ঞান অজ্ঞান, পাপ পূর্ণ্য জপেরই ধ্যান, (২)
তুমি আমার চাওয়া পাওয়া (২)
প্রেম যমুনার চতুরালি |
তোমার দেওয়া কান্না হাসি,
বয়ে বেড়াই রোজ নিরবে |
দুঃখ সুখের হাটের মাঝে,
আলো আঁধার রবেই রবে |
এ জীবনের এই যে চাওয়া, হয় যদি মোর মিছে গাওয়া | (২)
তবু আমি গাইব এ গান (২)
আশার শত প্রদীপ জ্বালি |

No comments:
Post a Comment