Saturday, September 26, 2020

সবাই তো মেনে নিল (সঙ্গীত) [Sobai TO Mene Nilo (Song)]

                                                              


                                                                  --::ভক্তিমূলক সঙ্গীত::-- 

সবাই তো মেনে নিল

সবাই তো মেনে নিল, আমি বড়ো হয়েছি,
মা যে শুধু মানল না |
আমার কী দোষ গুণ, সকলেই জেনে গেল,
মা-ই শুধু জানল না |

শিশু থেকে এখনো যে মা... মা (আমার) (৩)
কড়া কড়া বকুনি যে দিয়ে যায় |
আমি আর ছোট নই, মায়ের এই ধারণাটা,
কিছুতেই কোনো মতে ভাঙ্গলো না |  (২)
সবাই তো মেনে নিল, আমি বড়ো হয়েছি,
মা যে শুধু মানল না |
আমার কী দোষ গুণ, সকলেই জেনে গেল,
মা-ই শুধু জানল না |

আর কেউ বোঝে না তো, মা যে ঠিক বুজে নেয়,
আমার কখনো কিছু হলেই |
আমার মাথায় রাখি, মায়ের স্নেহের হাত,
নিমেষে দুঃখ যায় চলে |
মনে হয় মা আমায় বলে যায় (৩)
শিশু তুই আজ বড়ো অসহায় |
আর জানুক কেউ, মায়ের এই ভালোবাসা,
দু-হাত বাড়িয়ে কেউ আনলো না | (২)
সবাই তো মেনে নিল, আমি বড়ো হয়েছি,
মা যে শুধু মানল না |
আমার কী দোষ গুণ, সকলেই জেনে গেল,
মা-ই শুধু জানল না |

No comments:

Post a Comment