Friday, October 25, 2019

অত সহজ নয় মা শ্যামা (সঙ্গীত) [Oto Sohoj Noi Ma Shyama (Song)]


 --::ভক্তিমূলক সঙ্গীত::-- 
অত সহজ নয় মা শ্যামা

অত সহজ নয় মা শ্যামা
পালাবি তুই ফাঁকি দিয়ে
আমি যে ধর্ণা দিয়ে বসে আছি
তোর নামের মালা গলায় দিয়ে
পালাবি তুই ফাঁকি দিয়ে |

তুই কোথায় যাবি কত দূরে, আমি যাব পিছে ঘুরে ঘুরে | (২)
তোর ধরব স্নেহের আঁচল খানি মা.....
ধরব স্নেহের আঁচল খানি
ছোট্ট দুইটি হাত বাড়িয়ে
পালাবি তুই ফাঁকি দিয়ে |

মাগো ! কোটি জন্ম নরক মাঝে
ভুগতে আমি রাজি আছি
যদি আলতা রাঙা পা দুটি তোর
পাই মা বুকের কাছাকাছি |
তাই কোথায় যাবি ফেলে আমায়
মা .......... মা .........মা.......গো......!
তোর পালাবার যে নেই মা উপায়
আমি দাড়ি করে রেখেছি মোর
চেতনাতে দিক সাজিয়ে
পালাবি তুই ফাঁকি দিয়ে |

Tuesday, October 22, 2019

সময় তো থাকবে না গো মা (শ্যামা সঙ্গীত) [Samay To Thankbe Na Go Ma (Shyama Sangeet)]


 --::শ্যামা সঙ্গীত::-- 
সময় তো থাকবে না গো মা (গায়ক: পান্নালাল ভট্টাচার্যী)

মা...........গো.....................
মা...........মা.......................গো!
সময় তো থাকবে না গো মা, কেবল মা তোর কথা রবে. (২)
কথা রবে কথা রবে মা. জগতে কলঙ্ক রবে |
ভলো কিবা মন্দ কালী, অবশ্য এক দাঁড়াইবে | (২)
সাগরে যার বিছানা মা, শিশিরে তার কী করিবে? (২)
জগতে কলঙ্ক রবে |

দুঃখে দুঃখে জড়োজড়ো, আর কত মা দুঃখ দিবি? (২)
মা..............
কেবল মাত্র দূর্গা নাম, শ্যামা নামে কলঙ্ক রতিবে? (২)
জগতে কলঙ্ক রবে |

Thursday, October 3, 2019

অন্তরে জাগিছো গো মা (গান) [Ontore Jagicho Go Ma (Song)]


 --::গান::-- 
অন্তরে জাগিছো গো মা

অন্তরে জাগিছো গো মা অন্তরযামিনী,
কোলে করে আছ মোরে দিবস যামিনী |
অধম সুতের প্রতি, কেন এত স্নেহপ্রীতি,
প্রেমে আহা ! একেবারে যেন পাগলিনী |
কখনো আদর করি, কখনো সবলে ধরি,
পিয়াও অমৃত, শুনাও সুমধুর কাহিনী |
নিরবধি অবিচারে কত ভালোবাসো মোরে,
উদ্ধারিছ বারে বারে, পতিতোদ্ধারিনী |
বুঝেছি এবার সার, মা আমার আমি মার্,
চলিব সুপথে সদা শুনি তব বাণী |
করি মাতৃস্তন্য পান, হব বীর বলবান,
আনন্দে গাহিব জয় ব্রাহ্মসনাতনী |  

Tuesday, October 1, 2019

কেমন করে হরের ঘরে (গান) [Kemon Kore Horer Ghore (Song)]


 --::গান::-- 
কেমন করে হরের ঘরে

কেমন করে হরের ঘরে ছিলি উমা বল মা তাই,
কত লোকে কতই বলে, শুনে প্রানে মোর যাই |
চিতা ভস্ম মাখি অঙ্গে, জামাই ফিরে নানা রঙ্গে,
তুই নাকি মা তারি সঙ্গে, (তোর) সোনার অঙ্গে মাখিস ছাই |
মার্ প্রাণে কি ধৈয্য ধরে, জামাই নাকি ভিক্ষা করে,
এবার নিতে এলে পরে, (বলব) উমা আমার ঘরে নাই |