Saturday, July 6, 2019

আমায় একটু জায়গা দাও (শ্যামা সঙ্গীত) [Aamay Ektu Jayga Deo (Shyama Sangeet)]


--::শ্যামা সঙ্গীত::-- 
আমায় একটু জায়গা দাও (গায়ক: মান্না দে)

আমায় একটু জায়গা দাও
মায়ের মন্দিরে বসি
আমি অনাহত একজন, অনেক
দোষেতে দোষী
আমায় একটু জায়গা দাও
মায়ের মন্দিরে বসি

আমি সবার পিছনে থাকবো
শুধু মনে মনে মাকে ডাকবো
কারো কাজে বাধা হলে
সাজা দিও যত খুশী
আমায় সাজা দিও যত খুশী ।
আমায় একটু জায়গা দাও
মায়ের মন্দিরে বসি
আমি অনাহত একজন, অনেক
দোষেতে দোষী
আমায় একটু জায়গা দাও
মায়ের মন্দিরে বসি

ভেব না হঠাত্ সামনে
গিয়ে মায়ের চরণ ছুঁয়ে দেব
দুর থেকে শুধু চোখের
জলেতে মার রাঙা পা ধুয়ে দেব ।
শুধু আরতি যখন করবে, মা'র
পূজাদীপ তুলে ধরবে
আমাকে দেখতে দিয়ো মায়ের
একটু হাসি ।
আমায় একটু জায়গা দাও
মায়ের মন্দিরে বসি
আমি অনাহত একজন, অনেক
দোষেতে দোষী
আমায় একটু জায়গা দাও
মায়ের মন্দিরে বসি

No comments:

Post a Comment