Tuesday, July 30, 2019

চিন্তাময়ী তারা তুমি মা (শ্যামা সঙ্গীত) [Chintamoyi Tara Tumi Ma (Shyama Sangeet)]


 --::শ্যামা সঙ্গীত::-- 
চিন্তাময়ী তারা তুমি মা (গায়ক: পান্নালাল ভট্টাচার্যী)

চিন্তাময়ী তারা তুমি
আমার চিন্তা করেছো কি? (২)
নামে জগৎ চিন্তাহরা, কিন্তু কাজে তেমন কই মা দেখি?

প্রভাতে দাও অর্থচিন্তা, মধ্যাহ্নে দাও জঠর চিন্তা,
সায়াহ্নে দাও অলস চিন্তা, বল মা তোকে কখন ডাকি?
নামে জগৎ চিন্তাহরা, কিন্তু কাজে তেমন কই মা দেখি?
চিন্তাময়ী তারা তুমি মা.........

দিয়েছ এক মায়া চিন্তে, সদাই করি তাই চিন্তে,
না পারিলাম তোমার চিনতে মা......... (২)
চিন্তাকূপে ডুবে থাকি |
তুই গো পাষান মেয়ে, মা..... মা..... মা..... মাগো......
পরম চিন্তামণি পেয়ে, রহিলি পাষান হয়ে,
রামপ্রসাদকে দিয়ে ফাঁকি |
নামে জগৎ চিন্তাহরা, কিন্তু কাজে তেমন কই মা দেখি?
চিন্তাময়ী তারা তুমি মা.........

No comments:

Post a Comment