Wednesday, January 2, 2019

সেকি তুমি (শ্যামা সঙ্গীত) [Seki Tumi (Shyama Sangeet)]


--::শ্যামা সঙ্গীত::-- 
সেকি তুমি (গায়ক: মান্না দে)

যখন এমন হয়, জীবনটা মনে হয় ব্যর্থ আবর্জনা,
ভাবি গঙ্গায় ঝাঁপ দিই, রেলের লাইনে মাথা রাখি |
কে যেন হটাৎ বলে, আয় চলে আয়,
আমি তো আছি, ভুললি টা কি?
মা গো ..... সেকি তুমি, সেকি তুমি?

লাঞ্ছনা শুধু লাঞ্ছনা, সজনের কটু গঞ্জনা, (২)
দিনরাত শুনে শুনে, যখন সারাটা গায়ে আগুন জ্বলে |
 কে যেন হটাৎ বলে, আয় চলে আয়,
আমি তো আছি, ভুললি টা কি?
মা গো ..... সেকি তুমি, সেকি তুমি?

যখন ভালোবাসা বহু পথ ঘুরে, চলে যায় দূর থেকে দূরে, (২)
বন্ধুর দরজাতে যতোকিছু অনাহার, যায় বিফলে |
কে যেন হটাৎ বলে, আয় চলে আয়,
আমি তো আছি, ভুললি টা কি?
মা গো ..... সেকি তুমি, সেকি তুমি?


Song: Link

No comments:

Post a Comment