সকলি ফুরায়ে যায় মা (গায়ক: পান্নালাল ভট্টাচার্যী)
মা.............
আমার সাধ না মিটিল, আশা না ফুরিল, সকলি ফুরায়ে যায় মা,
জনমের শোধ ডাকি গো মা তোরে, কোলে তুলে নিতে আয় মা |
সকলি ফুরায়ে যায় মা ||
পৃথিবীর কেউ ভালো তো বাসে না, এ পৃথিবী ভালো বাসিতে জানে না,
যেথা আছে শুধু ভালো বাসাবাসি, সেথা যেতে প্রাণ চায় মা |
সকলি ফুরায়ে যায় মা ||
বড়ো দাগা পেয়ে বাসনা তেজেছি, বড়ো জ্বালা সয়ে কামনা ভুলেছি,
অনেক কেঁদেছি কাঁদিতে পারি না, বুক ফেটে ভেঙে যায় মা |
সকলি ফুরায়ে যায় মা ||
Song: Link

No comments:
Post a Comment