Friday, January 25, 2019

আমি সব ছেড়ে মা ধরবো তোমার রাঙ্গা চরণদুটি (শ্যামা সঙ্গীত) [Ami sob chhere maa dhorbo tomar ranga choronduti (Shyama Sangeet)]





--::শ্যামা সঙ্গীত::-- 

আমি সব ছেড়ে মা ধরবো তোমার রাঙ্গা চরণদুটি
শিল্পী: শ্রীপান্নালাল ভট্টাচার্য্য



(আমি সব ছেড়ে মা ধরবো তোমার রাঙ্গা চরণদুটি
এই তো আমার ব্রত) 2
আমি আর নই তো রাজি শূন্য হাতে ঘুরতে অবিরত
এই তো আমার ব্রত

(আমি যা পেয়েছি জীবনভরে উঠলনা তায় হৃদয় ভরে)
(এখন এমন কিছু চাই মা যাহা)
চিরদিনের মতো
এই তো আমার ব্রত

আমি কুহক-মোহে ফুলে-ফুলে দাগ কেটেছি জলে
পান করেছি বিষয়-মধু শান্তি পাবো বলে
শুধু শান্তি পাবো বলে
আজ (জীবনভরা ফুলের ডালি তোমার পায়ে দিলাম ঢালি) 2
এখন (তোমার কৃপায় অমৃত হলো)
ব্যাথার গরল যত

আমি সব ছেড়ে মা ধরবো তোমার রাঙ্গা চরণদুটি
এই তো আমার ব্রত

No comments:

Post a Comment