--::শ্যামা সঙ্গীত::--
আমি সব ছেড়ে মা ধরবো তোমার রাঙ্গা চরণদুটি
শিল্পী: শ্রীপান্নালাল ভট্টাচার্য্য
শিল্পী: শ্রীপান্নালাল ভট্টাচার্য্য
(আমি
সব ছেড়ে মা ধরবো
তোমার রাঙ্গা চরণদুটি
এই তো আমার ব্রত)
2
আমি
আর নই তো রাজি
শূন্য হাতে ঘুরতে অবিরত
এই তো আমার ব্রত
(আমি
যা পেয়েছি জীবনভরে উঠলনা তায় হৃদয় ভরে)
২
(এখন
এমন কিছু চাই মা
যাহা) ২
চিরদিনের
মতো
এই তো আমার ব্রত
আমি
কুহক-মোহে ফুলে-ফুলে
দাগ কেটেছি জলে
পান
করেছি বিষয়-মধু শান্তি
পাবো বলে
শুধু
শান্তি পাবো বলে
আজ
(জীবনভরা ফুলের ডালি তোমার পায়ে
দিলাম ঢালি) 2
এখন
(তোমার কৃপায় অমৃত হলো) ২
ব্যাথার
গরল যত
আমি
সব ছেড়ে মা ধরবো
তোমার রাঙ্গা চরণদুটি
এই তো আমার ব্রত

No comments:
Post a Comment