--::শ্যামা সঙ্গীত::--
মা গো আনন্দময়ী
শিল্পী: শ্রীপান্নালাল ভট্টাচার্য্য
শিল্পী: শ্রীপান্নালাল ভট্টাচার্য্য
(মা
গো আনন্দময়ী নিরানন্দ কোরোনা) ২
(তোমার
ও দুটি চরণ বিনে
আমার মন) ২
অন্যকিছু
আর জানেনা
মা গো আনন্দময়ী নিরানন্দ
কোরোনা
(ভবানী
বলিয়ে ভবে যাবো চলে
মনে
ছিল এই বাসনা) ২
অকূলপাথারে
ডুবাবে আমারে
স্বপ্নেও
তা তো জানিনা
মা গো আনন্দময়ী নিরানন্দ
কোরোনা
(অহর্নিশি
শ্রীদুর্গা নামে ভাসি
দুঃখরাশি
তবু গেলোনা) ২
আমি
যদি মজি ও হরসুন্দরী
দূর্গানাম
তো কেউ লবেনা
(মা
গো আনন্দময়ী নিরানন্দ কোরোনা) ২

No comments:
Post a Comment