Wednesday, January 23, 2019

মা গো আনন্দময়ী নিরানন্দ কোরোনা (শ্যামা সঙ্গীত) [Maa go Anondomoyee (Shyama Sangeet)]




--::শ্যামা সঙ্গীত::-- 

মা গো আনন্দময়ী
শিল্পী: শ্রীপান্নালাল ভট্টাচার্য্য


(মা গো আনন্দময়ী নিরানন্দ কোরোনা)
(তোমার দুটি চরণ বিনে আমার মন)
অন্যকিছু আর জানেনা
মা গো আনন্দময়ী নিরানন্দ কোরোনা

(ভবানী বলিয়ে ভবে যাবো চলে
মনে ছিল এই বাসনা)
অকূলপাথারে ডুবাবে আমারে
স্বপ্নেও তা তো জানিনা
মা গো আনন্দময়ী নিরানন্দ কোরোনা

(অহর্নিশি শ্রীদুর্গা নামে ভাসি
দুঃখরাশি তবু গেলোনা)
আমি যদি মজি হরসুন্দরী
দূর্গানাম তো কেউ লবেনা

(মা গো আনন্দময়ী নিরানন্দ কোরোনা)

No comments:

Post a Comment