Monday, January 21, 2019

দোষ কারো নয় গো মা (শ্যামা সঙ্গীত) [Dosh Karo Noy Go Ma (Shyama Sangeet)]


--::শ্যামা সঙ্গীত::-- 
দোষ কারো নয় গো মা (গায়ক: পান্নালাল ভট্টাচার্যী)

দোষ কারো নয় গো মা |
আমি সখাত সলিলে ডুবে মরি শ্যামা,
দোষ কারো নয় গো মা |

আমার ধর্মাধর্ম হল কোদন্ত স্বরূপ,
উলু ক্ষেত্র মাঝে কাটিলাম কৃপ |
সে রূপ বেরিল কাল রূপ জল,
কালো মনোরমা, মা.............
দোষ কারো নয় গো মা |

আমার কি হবে তারিণী ত্রিগুন ধারিনী,
দ্বিগুন করেছে স্বগুণে, 
কিসে এ বারি নিবারি ভেবে দাশরথির অনিবার বারি নয়নে |
আমার কি হবে তারিণী ত্রিগুন ধারিনী ||
আমার ছিল বারি কক্ষে, ক্রমে এল বক্ষে,
জীবন এ জীবন মা কেমন হয় রক্ষে |

আছি তোর আপিক্ষে, দে মা মুক্তি ভিক্ষে, (২)
কাটা ক্ষেতে করে পার, মা......................
দোষ কারো নয় গো মা |

No comments:

Post a Comment