Tuesday, July 30, 2019

চিন্তাময়ী তারা তুমি মা (শ্যামা সঙ্গীত) [Chintamoyi Tara Tumi Ma (Shyama Sangeet)]


 --::শ্যামা সঙ্গীত::-- 
চিন্তাময়ী তারা তুমি মা (গায়ক: পান্নালাল ভট্টাচার্যী)

চিন্তাময়ী তারা তুমি
আমার চিন্তা করেছো কি? (২)
নামে জগৎ চিন্তাহরা, কিন্তু কাজে তেমন কই মা দেখি?

প্রভাতে দাও অর্থচিন্তা, মধ্যাহ্নে দাও জঠর চিন্তা,
সায়াহ্নে দাও অলস চিন্তা, বল মা তোকে কখন ডাকি?
নামে জগৎ চিন্তাহরা, কিন্তু কাজে তেমন কই মা দেখি?
চিন্তাময়ী তারা তুমি মা.........

দিয়েছ এক মায়া চিন্তে, সদাই করি তাই চিন্তে,
না পারিলাম তোমার চিনতে মা......... (২)
চিন্তাকূপে ডুবে থাকি |
তুই গো পাষান মেয়ে, মা..... মা..... মা..... মাগো......
পরম চিন্তামণি পেয়ে, রহিলি পাষান হয়ে,
রামপ্রসাদকে দিয়ে ফাঁকি |
নামে জগৎ চিন্তাহরা, কিন্তু কাজে তেমন কই মা দেখি?
চিন্তাময়ী তারা তুমি মা.........

Thursday, July 11, 2019

ভেবে দেখ মন কেউ কারো নয় (শ্যামা সঙ্গীত) [Bhebe Dekh Mon Keu Karo Noi (Shyama Sangeet)]


--::শ্যামা সঙ্গীত::-- 
ভেবে দেখ মন কেউ কারো নয় (গায়ক: পান্নালাল ভট্টাচার্যী)

ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছে ভ্রম ভূমন্ডলে | (২)
ভুল না দাক্ষিণা কালী, বদ্ধ হয়ে মায়াজালে | (২)

যার জন্য মরো ভেবে, সেকি তোমার সঙ্গে যাবে? (২)
সেই প্রেয়সী দেবে গোবর ছড়া, অমঙ্গল হবে বলে | (২)

দিন দুই-তিনের জন্য ভবে, কর্তা বলে সবাই মানে | (২)
সেই কর্তারে দেবে ফেলে, কালাকালের কর্তা এলে | (২)

Saturday, July 6, 2019

আমায় একটু জায়গা দাও (শ্যামা সঙ্গীত) [Aamay Ektu Jayga Deo (Shyama Sangeet)]


--::শ্যামা সঙ্গীত::-- 
আমায় একটু জায়গা দাও (গায়ক: মান্না দে)

আমায় একটু জায়গা দাও
মায়ের মন্দিরে বসি
আমি অনাহত একজন, অনেক
দোষেতে দোষী
আমায় একটু জায়গা দাও
মায়ের মন্দিরে বসি

আমি সবার পিছনে থাকবো
শুধু মনে মনে মাকে ডাকবো
কারো কাজে বাধা হলে
সাজা দিও যত খুশী
আমায় সাজা দিও যত খুশী ।
আমায় একটু জায়গা দাও
মায়ের মন্দিরে বসি
আমি অনাহত একজন, অনেক
দোষেতে দোষী
আমায় একটু জায়গা দাও
মায়ের মন্দিরে বসি

ভেব না হঠাত্ সামনে
গিয়ে মায়ের চরণ ছুঁয়ে দেব
দুর থেকে শুধু চোখের
জলেতে মার রাঙা পা ধুয়ে দেব ।
শুধু আরতি যখন করবে, মা'র
পূজাদীপ তুলে ধরবে
আমাকে দেখতে দিয়ো মায়ের
একটু হাসি ।
আমায় একটু জায়গা দাও
মায়ের মন্দিরে বসি
আমি অনাহত একজন, অনেক
দোষেতে দোষী
আমায় একটু জায়গা দাও
মায়ের মন্দিরে বসি