ওই শ্যামা বামা কে? (গায়ক: পান্নালাল ভট্টাচার্যী)
ওই শ্যামা বামা কে?
তনু তলি তাঞ্জন, সরোদ সুধাকর, মনতল বদনি রে |
শোনিত শোভিত ত্বরিত জরিত, নবকন ঝলকে |
বিপরীত একি কাজ, লাজ ছেড়েছে দূরে, গৈরথ রথী গজ,বাজে বয়ানে পুড়ে | (২)
মমদল প্রবল, সকল হতবল | (২)
চঞ্চল বিকল, হৃদয় চমকে |
ওই শ্যামা বামা কে?
প্রচন্ড প্রতাপরাশি, মৃত্যুরূপিনী, ওইতো মরিতো পদে, এ কেমন কামিনী | (২)
হিম ভবার নব, তারণ হেতু, যুগল চরণ তব, করিয়াছে সেতু | (২)
কল অতিক অবিরাম, প্রসাদ করে রঞ্জন,
গুরু কৃপা লেহ, যাননি কালীকে |

গানের কথা গুলি ঠিক নেই। অনুগ্রহ করে ঠিক করে দেবেন।
ReplyDeleteগানের কথাগুলো ঠিক নয় ভুল আছে অনেক
ReplyDelete