Thursday, September 19, 2019

তোর মতো মা এতো আপন (শ্যামা সঙ্গীত) [Tor Moto Ma Eto Aapon (Shyama Sangeet)]


 --::শ্যামা সঙ্গীত::-- 
তোর মতো মা এতো আপন (গায়ক: পান্নালাল ভট্টাচার্যী)

তোর মতো মা এতো আপন, কে আর শ্যামা আমার আছে | (২)
তুই যদি মা মুখ ফিরাবি, যাব তবে কাহার কাছে ? (২)

যত ধূলা আমার গায়ে, সে সব মাগো দে মুছায়ে | (২)
কোলে নে মা হাত বাড়ায়ে, রেখে দে তোর বুকের মাঝে | (২)
তোর মতো মা এতো আপন, কে আর শ্যামা আমার আছে |

সুখে-দুঃখে দিনে রাতে, মা তুই আমার থাকিস সাথে | (২)
স্নেহ শীতল কোল যে আমার, তপ্ত পরান কেবল যাচে |
যদি যেতে চাই মা দূরে, বাঁধিস আমায় স্নেহের ডোরে | (২)
তোর সোহাগে, তোর প্রেমে মা, তোর জীবনে থাকবো বেঁচে | (২)
তোর মতো মা এতো আপন, কে আর শ্যামা আমার আছে |

No comments:

Post a Comment