Friday, September 13, 2019

শত নামে কত জনে (শ্যামা সঙ্গীত) [Soto Name Koto Jone (Shyama Sangeet)]


 --::শ্যামা সঙ্গীত::-- 
শত নামে কত জনে (গায়ক: পান্নালাল ভট্টাচার্যী)

শত নামে কত জনে, ডাকে যে তোমায়, দাও মা সাড়া.... (২)
বিপদ তারিণী হও বিপদে সবার,
তুমি যে তারা |

ভূলোকে পূজিতা তুমি, তুমি ধূমাবতী, তুমি মাগো দেহান্তরে, লক্ষী-স্বরস্বতী | (২)
জয়ন্তী মঙ্গলা কালী, তুমি বসুধারা | 
শত নামে কত জনে, ডাকে যে তোমায়, দাও মা সাড়া.... (২)
বিপদ তারিণী হও বিপদে সবার,
তুমি যে তারা |

কত রূপে কত ভাবে, তোমারে জানি,
শিবা তুমি সহচর, ডমরু পানি |
নও গো নন্দিনী মা গো, তুমি যে বগলা,
মহাশক্তি রূপিনী মা, তুমি যে কমলা |
মুকি পায় মহানামে, পাপী তাপী যারা,
শত নামে কত জনে, ডাকে যে তোমায়, দাও মা সাড়া.... (২)
বিপদ তারিণী হও বিপদে সবার,
তুমি যে তারা |

No comments:

Post a Comment