Monday, January 28, 2019

ওই রাঙ্গা পায়ের সবটা মা গো (শ্যামা সঙ্গীত) [Oi ranga paayer sobta maa go (Shyama Sangeet)]





--::শ্যামা সঙ্গীত::-- 

ওই রাঙ্গা পায়ের সবটা মা গো
রচয়িতা: শ্রীরামপ্রসাদ



ওই রাঙ্গা পায়ের সবটা মা গো রাঙ্গা জবায় ঢেকো না
আমার মানভ্রমরার বসার মতো একটু খালি রেখো
ও ব্যাটা দস্যি বড় দৌড়ে বেড়ায় একটু তুমি দেখো
ওই রাঙ্গা পায়ের সবটা মা গো...

তোমাকেই মা দিলাম দেখার ভার
এবার থেকে মন্দ-ভালো সবই মা তোমার
ও যে আমার শাসন মানেনা মা একটু তুমি বোকো
ওই রাঙ্গা পায়ের সবটা মা গো...

(কামিনী ফুল দেখলে ও যে গুনগুনিয়ে সুর ধরে) ২
আবার কাঞ্চনমধুর লোভে মা তার জিভেতে জল ধরে
যতই বলি দিসনে ফাঁদে পা
ও যে নিজের খুশি বশেই চলে বারণ শোনেনা
ওকে ধর্মখুঁটোয় বেঁধে তুমি রাশটি ধরে থেকো
ওই রাঙ্গা পায়ের সবটা মা গো রাঙ্গা জবায় ঢেকো না
আমার মানভ্রমরার বসার মতো একটু খালি রেখো
ও ব্যাটা দস্যি বড় দৌড়ে বেড়ায় একটু তুমি দেখো
ওই রাঙ্গা পায়ের সবটা মা গো রাঙ্গা জবায় ঢেকো না


Song: LINK

4 comments:

  1. গানটা কোন শিল্পী গেয়েছেন তার নামটা জানালে ভালো হয়।

    ReplyDelete
    Replies
    1. নির্মল মুখার্জী...

      Delete
  2. Replies
    1. Aamra aaste aaste chesta korbo sob kota gaan er Link debar.
      http://app.itarmsg.com/mp3/index.php?a=track&id=5

      Delete